রোটারী ক্লাব অব চিটাগাং হেরিটেজের অফিসিয়াল ক্লাব ভিজিট এবং সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের সভাপতি রোটারিয়ান মো. আব্দুল কাদের বিপ্লবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী। সাথে উপস্থিত ছিলেন সদস্য সচিব রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু। ভিজিট কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলা সচিব রোটারিয়ান মো. শাজাহান, ডিস্ট্রিক কোঅর্ডিনেটর রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, অ্যাসিস্টেনট গভর্নর রোটারিয়ান মো. শহীদুল ইসলাম চৌধুরী, অ্যাসিস্টেন্ট গভর্নর রোটারিয়ান রেদওয়ানুল করিম তুষার, ডিস্ট্রিক স্পোর্টস কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মিনহাজ উদদীন আহমেদ নাহিয়ান, রিসোর্স ম্যানেজমেনট চেয়ারম্যান রোটারিয়ান মো. মাইনুদদীন রতন। আরও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য রোটারিয়ান আয়শা আখতার সানজি, মো. আনিসুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. একরামুল হুদা, মো. জাকির হোসেন, ওয়াহিদ আমিন সোহাগ, মো. ওয়াহিদুল ইসলাম অয়ন, ডাক্তার গোলাম জিলানী জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।