রোটারী ক্লাব অব চিটাগং রেইনবোর সেমিনার

| বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব চিটাগং রেইনবোর রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২এর দ্য রোটারী ফাউন্ডেশন (টিআরএফ) সেমিনার গত ২৫ নভেম্বর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির চেয়ারম্যান পিপি রোটা. খায়ের আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিডিজি এম এ আউয়াল, পিডিজি আবদুল আহাদ, আইপিআরআরএফসি পিডিজি মীর আনিসুজ্জামান, ডিআরএফসি পিডিজি রোটা. ডা. মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি দিল নাশিন মোহসেন, পিডিজি রোটা. অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, পিডিজি ড. বেলাল উদ্দিন আহমেদ, পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী ও ডিজিই ফয়সাল আহমেদ।

সেশন স্পিকার ছিলেন অধ্যাপক ডা. ওয়াজির আহমেদ, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, পিপি রোটা. আমানুল্লাহ বাহার, পিপি মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, পিপি এ কে এম শামসুল হক দিপু, প্রোগ্রাম সেক্রেটারি পিপি আজিজুল গণি চৌধুরী ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর পিপি জাহেদা আক্তার মিতা। বক্তব্য দেন জেলা সচিব মোহাম্মদ আকবর হোসাইন।

২০২৩২৪ রোটাবর্ষের জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেন, এই বছর সবাই স্বতঃস্ফূর্তভাবে রোটারী ফাউন্ডেশনে দান করছেন। রোটারীর সাতটি এরিয়া অব ফোকাসের জন্য অবদানের সুযোগ তৈরি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার হত্যা মামলার আসামি নগরীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবই উৎসব পেছাতে পারে : শিক্ষামন্ত্রী