রোটারি ক্লাব অব আন্দরকিল্লা ইনস্টলেশন এবং প্রথম চার্টার প্রেজেন্টেশন প্রোগ্রাম গত ১ ফেব্রুয়ারি নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান রোহেলা খান চৌধুরী।
এ সময় রোটারিয়ান মো. দেলোয়ার হোসেন মুনীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে রোটারিয়ান মতিউর রহমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ও ক্লাব এডভাইজার রোটারিয়ান মুহাম্মাদ শাহাজাহান, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান খায়ের আহমদ, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ওয়াসিম শরীফ, সেক্রেটারি রোটারিয়ান সাকিব নেওয়াজ চৌধুরী, প্রেগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান সৈয়দা শারমিন আলম, ক্লাব মেম্বার আনিসুর রহমান, মোহাম্মদ ইকবাল, এম এ মুকিত, কৃত্তিমান সাহা, উম্মে হাবিবা, নুর–ই–ফাতেমা, ওয়াহিদ হালিম ইমন, মো. জসিম উদ্দিন, ওভিজিৎ সেন, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আব্বাস আহম্মেদ এবং সাইফুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসহায়দের মাঝে বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া কবি নজরুল একাডেমি চট্টগ্রামের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।