রোটারি ডিস্ট্রিক্ট রোটাবর্ষের ইয়ার লঞ্চিং প্রোগ্রাম

| সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের রোটাবর্ষ ২০২৩২৪ ডিস্ট্রিক্ট ইয়ার লঞ্চিং প্রোগ্রাম গত শনিবার নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইয়ার লঞ্চিং প্রোগ্রাম কো চেয়ার এনামুল আজিজ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি রুহেলা খান চৌধুরী, ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডা. মাইনুল ইসলাম মাহমুদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসাইন, এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি শামসুল আলম রিপন, রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান, রোটারিয়ান হাবিব মহিউদ্দিন, রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, দিদারুল আলম, ফখরুল আলম পাটোয়ারী বিপু, জামাল উদ্দিন আহমেদ, এমদাদুল আজিজ, রেজিস্ট্রেশন চেয়ার পিপি মাসুদুর রহমান মজুমদার, ডিস্ট্রিক্ট অফিসিয়াল, জোনাল নেতৃবৃন্দ, ডিস্ট্রিক্ট ইভেন্ট প্রোমোশন চেয়ার সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, ক্লাব প্রেসিডেন্টসহ পাঁচ শতাধিক রোটারিয়ান।

পরে এক র‌্যালি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বেশ কিছু সার্ভিস প্রজেক্ট উদ্বোধন ও ৫০টি নতুন গৃহ নির্মাণের কার্যক্রম উদ্বোধন, এক শত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান বলেন, ১০টি লক্ষ্য অর্জনে ২০২৩২৪ রোটারিবর্ষে কাজ করবে রোটরিয়ানরা। কমিউনিটি সার্ভিস বৃদ্ধি, ক্লাব সার্ভিসের আওতায় মেম্বার বাড়ানো, ফেলোশিপ বাড়ানো, ভোকেশনাল ট্রেনিং সার্ভিস এবং তরুণদের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম সহ কমিউনিটি সার্ভিস প্রজেক্টের আওতায় এই বর্ষে অন্তত একটি মেগা হেল্‌থ ক্যাম্প, দুঃস্থ ও গরীব কিডনী রোগীদের জন্য চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সাথে যৌথভাবে ২৫টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের মাধ্যমে একটি স্থায়ী রোটারি কিডনী ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্ত্যক্ত করায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধএক ভাইয়ের মামলায় কারাগারে অপর দুই ভাই