রোটারি খুলশী সেন্ট্রালের বিশ্ব পোলিও দিবস উদযাপন ও পাক্ষিক সভা

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের বিশ্ব পোলিও দিবস উদযাপন ও পাক্ষিক সভা প্রেসিডেন্ট রোটাঃ সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীনের সভাপতিত্বে ১৯ অক্টোবর সন্ধ্যায় চিটাগাং ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়। বিশ্ব পোলিও দিবস উদযাপন সভায় প্রধান অতিথি গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন রোটাঃ পিপি রেজাউল করিম চৌধুরী রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকা। বিশেষ অতিথি রোটাঃ পিপি আফতাব উদ্দিন খাঁন সিদ্দিকী রোটারি ক্লাব অব চিটাগাং ডাউন টাউন, রোটাঃ সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু পিএইচ এফ রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল। ক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ সিপি মোহাম্মদ রিজওয়ান শাহিদী, সেক্রেটারি রোটাঃ মোহাম্মদ হাসান, আই পিপি রোটাঃ ইঞ্জিনিয়ার সুদীপ কুমার পাল, রোটা: পিপি মোহাম্মদ মহিউদ্দিন, রোটাঃ এরশাদুর মোস্তফা, রোটাঃ আহম্মেদ জামাল নাসের চৌধুরী, রোটাঃ জাকের হোসেন, রোটাঃ মোহাম্মদ লুৎফুল আফসার আদনান, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রোটাঃ পিপি ডঃ. দিলিপেন, এন্ডি লোহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিশ্ব পোলিও মুক্তির দ্বারপ্রান্তে রোটারি ইন্টারন্যাশনাল ১৯৮৫ সালে ফিলিপাইনে প্রথম পাইলট প্রোজেক্ট হিসাবে পোলিও নির্মূলের জন্য পরিকল্পনা শুরু করে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব ব্যাপী পোলিও টিকা খাওয়ানো কার্যক্রম পরিচালনা করছে। আজ বিশ্বের দুটো দেশে পাকিস্তান ও আফগানিস্তানে স্বল্প সংখ্যক পোলিও রোগী রয়েছে। রোটারিয়ানরা স্বপ্রণোদিত হয়ে পোলিও ফান্ডে অর্থ প্রদান করেন। পাশাপাশি বিলগেটস ও মেলিন্ডা ফাউন্ডেশন সহ আরো অনেক প্রতিষ্ঠান আর্থিক সহায়তা প্রদান করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে
পরবর্তী নিবন্ধজামালখানে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল