রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:৩৭ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের এক সভা গতকাল শনিবার চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান,এমদাদুল আজিজ চৌধুরী, আজিজুল গনি চৌধুরী, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, সৈয়দা কামরুন নাহার সুমি, ইকরাম পাশা, জামাল উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পেশার গুনগতমান উন্নয়নের মধ্যে দেশ ও সমাজকে এগিয়ে নেয়া সম্ভব। রোটারি ক্লাব অব গ্রেটার চিটাংগাং সমাজ ও দেশে দক্ষ জনশক্তি তৈরীতে ভূমিকা রাখছে।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রোটারি ফাউন্ডেশন কারিগরি প্রশিক্ষনসহ নানা কর্মসূচিতে তাদের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, যার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মডেল মাদরাসার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধঅন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির পরিধি বাড়ানোর তাগিদ