রোটারি ক্লাব অব ইসলামাবাদের নিয়মিত সভা

| বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের সহস্রতম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার অনুষ্ঠিত সভায় নতুন সদস্য সংগ্রহ, রোটারি সদস্য সন্তানদের ক্যারিয়ার প্ল্যানিং ওয়ার্কশপ আয়োজন, বার্ষিক সম্মিলনী ও পিকনিক আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

চার্টার মেম্বার প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান ওসমান গনি মনসুরের সভাপতিত্বে সভায় অংশগ্রহণকারী আলোচকদের মধ্যে ছিলেন, চার্টার মেম্বার পিপি একুশে পুরস্কারপ্রাপ্ত শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম, চার্টার মেম্বার পিপি ইঞ্জিনিয়ার মো. হারুন, পিপি শফিকুল আলম খান, পিপি শওকত হোসেন এফসিএ, পিপি, আর্কিটেক্ট সোহেল শাকুর, পিপি, ইঞ্জিনিয়ার এম,, রশীদ, পিপি ইঞ্জিনিয়ার এ এম হান্নান, পিপি ইসহাক চৌধুরী, পিপি সুমন বড়ুয়া, পিজিএস সেলিম রেজা সাগর, মো. গোলজার আলম, আদিবা ওয়াদুদ, ক্লাব সেক্রেটারি পিপি মাহফুজুর রহমান ও রোটারেক্টর প্রেসিডেন্ট জিল্লুর রহমান রিফাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী