রোটারি ক্লাব অফ চিটাগাং খুলশী সেন্ট্রালের চক্ষু পরীক্ষা ক্যাম্প

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অফ খুলশী সেন্ট্রালের উদ্যোগে এবং তত্ত্বাবধানে ২১ ফেব্রুয়ারি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মহেশখালী উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়।

স্ক্রীনিং প্রোগ্রামে ৫০০ সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা এবং ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা পরিচালনা করেন চট্টগ্রাম চক্ষু চিকিৎসা ও প্রশিক্ষণ কমপ্লেক্সের ১৮ জনের চক্ষু বিশেষজ্ঞ টিম। ৫০০ এর অধিক রোগী পর্যবেক্ষণের পরে ১৩২ জন ছানি যুক্ত রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ৫০ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত রোগীদের অপারেশনের সম্পূর্ণ খরচ রোটারি ক্লাব অফ চিটাগাং খুলশী সেন্ট্রাল বহন করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। অপারেশন সমূহ পাহাড়তলী চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সম্পন্ন করা হবে। অনুষ্ঠানটির সৌজন্যে ছিল এসিএস লজিস্টিকস লিমিটেড। অনুষ্ঠানটি আয়োজন এবং সম্পাদনায় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের উপসচিব মোঃ আবুল হাসান, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ চিটাগাং খুলশী সেন্ট্রালের ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীন, সিপি রোটারিয়ান মোহাম্মদ রিজওয়ান শাহিদী এমপি, এইচ এফ রোটারিয়ান মোঃ জয়নাল আবেদীন এবং রোটারিয়ান আহমেদ জামাল নাসের চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীর বাংলাদেশ নির্মিত হবে
পরবর্তী নিবন্ধসরকার হাট পশুর বাজার ৫ কোটি টাকায় ইজারা