রোটারি ক্লাব অফ চিটাগং ক্রাউন ও রেড ক্রিসেন্টের ফ্রি হেলথ ক্যাম্প

| শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

রোটারি আন্তর্জাতিক জেলা ৬৫ এর আওতাধীন ক্লাব রোটারি ক্লাব অফ চিটাগং ক্রাউন ও রেড ক্রিসেন্টের যৌথ আয়োজনে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পসহ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। রোট্যাক্টর ক্লাব অব চিটাগং ক্রাউনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন প্রেসিডেন্ট রোটা. মুহাম্মদ আব্দুল আহাদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এন্টি টেররিজম ইউনিট চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, ডা. কামাল হোসেন জুয়েল, ডা. সুমন রহমান চৌধুরী, ডা. মো. শাফায়েত উল্লাহ, ডা. মোহাম্মদ শফিউল ইসলাম, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান জিয়াউদ্দিন হায়দার শাকিল, রোটা. কামরুজ্জামান রুমান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, সদ্য প্রাক্তন সভাপতি রোটারিয়ান ইমতিয়াজুল ইসলাম, ক্লাব সচিব মোহাম্মদ সাজিবুল হক, ট্রেজারার রবিন ফয়সাল, সহ রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি সাদিয়া, রুজিনা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, রোটারি আন্তর্জাতিক সংগঠন বিশ্বব্যাপী আত্ম মানবতায় নিয়োজিত সংগঠন, যার হাত ধরে পুরো বিশ্বে পোলিও থেকে শুরু করে নানান ঝুঁকিপূর্ণ রোগ ব্যাধি নির্মূল হয়েছে। অবহেলিত সুবিধাবঞ্চিতরা আজ এগিয়ে এসেছে উক্ত সংগঠনের সেবার মাধ্যমে। যা আজ দৃশ্যমান। আমার বিশ্বাস এই ক্লাব একদিন অনেক উঁচুস্থানে আসন করে নেবে। তিনি ক্লাবের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেকারত্ব দূর করতে চাই বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা
পরবর্তী নিবন্ধনাসির আলী মামুনকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের প্রদর্শনী