রোটারি ক্লাবের পিঠা উৎসব

| রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

নগরীর সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ পিঠা উৎসব রোটারি ক্লাব অব ইসলামাবাদের স্বাগতিকতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোগ্রাম চেয়ার পিপি ওসমান গনি মনসুর। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, বিশেষ অতিথি ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি পিপি সামিনা ইসলাম, পিডিজি এম এ আউয়াল, পিডিজি এম এ আহাদ, ডি জি এন ডাঃ মঈনুল ইসলাম মাহমুদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এঙিকিউটিভ সেক্রেটারি পিপি শামসুল আলম রিপন, এরিয়া ডাইরেক্টর জাহেদা আক্তার মিতা, জোনাল কোঅর্ডিনেটর পিপি দিদারুল ইসলাম, পিপি জামাল উদ্দিন আহমেদ, সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু ডিস্ট্রিক্ট ইভেন্ট প্রোমোশন চেয়ার, রোটারি ক্লাব অব ইসলামাবাদের সভাপতি সপু বডুয়া।

পিঠা উৎসবে ২০টি ক্লাব অংশগ্রহণ করে। উৎসবে প্রথম স্থান অর্জন করে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল, দ্বিতীয় স্থান অর্জন করে রোটারি ক্লাব অব ইসলামাবাদ, যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী ও রোটারি ক্লাব অব চিটাগাং রিভার শাইন, চতুর্থ স্থান অর্জন করে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট, যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করে রোটারি ক্লাব অব চিটাগাং আপটাউন ও রোটারি ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটি, বাকি অংশগ্রহণকারী ক্লাব রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবো, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল, রোটারি ক্লাব অব চিটাগাং পীস, রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট, রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং ক্রাউন, রোটারি ক্লাব অব চিটাগাং এলায়েন্স, চট্টগ্রাম রোটারি সেন্টার, সিমুস কিচেন, বলাকা পাবলিকেশন্স ও সমুদ্র কন্যা। রোটারির এই আনন্দ উৎসবে স্বপরিবারে অংশগ্রহণের মাধ্যমে রোটারির বন্ধুত্ব ও পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ১ হাজার লিটার চোলাই মদসহ আটক ২
পরবর্তী নিবন্ধরেস্টুরেন্টে ডেলিভারি দিতে নিয়ে যাওয়া হচ্ছিল পচা মাংস !