রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

ব্যাংক লেনদেন ৯টা থেকে আড়াইটা

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

রোজায় সরকারি অফিসের কাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দাপ্তরিক কাজ করেন সরকারি কর্মীরা। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোজার মাসে রবি থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এছাড়া জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। খবর বিডিনিউজের।

রোজার মাসে ব্যাংকে লেনদেনের সূচিতেও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। তবে ব্যাংকের অন্যান্য কাজকর্ম চলবে বিকাল ৪টা পর্যন্ত। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমানে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর মধ্যে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রাহকরা সেবা বা লেনদেন করতে পারেন। রোজা ও ঈদ শেষ হওয়ার পর আগের সূচিতে ফিরবে ব্যাংকগুলো।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দিনেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত
পরবর্তী নিবন্ধসরকারে এসে ‘যন্ত্রণাদায়ক ও কঠিন সংস্কারের’ পথে হাঁটবে বিএনপি : খসরু