রোগীদের মাঝে আতংক হুড়োহুড়িতে আহত ১২

কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ড

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ১০:১১ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হাসপাতাল ভবনের নিচ তলায় অবস্থিত স্টোর রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর হাসপাতালের চতুর্থ ও পঞ্চম তলাসহ একাংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে হুড়োগুড়ি শুরু করে সেখানে অবস্থানরত রোগীসহ অন্যান্যরা। এ সময় হাসপাতাল ছাড়তে গিয়ে অন্তত ১০-১২ জন রোগী আহত হয়েছেন। পরে দমকল বাহিনীর একাধিক দল আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়ে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, সন্ধ্যায় হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ কেন্দ্র সংলগ্ন স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হলে রোগীদের পার্শ্ববর্তী প্রাইভেট হাসপাতালে সরিয়ে নেয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করা হয়।
তবে সেখানে কীভাবে আগুন ধরল, ক্ষয়ক্ষতি কী হল; তা নিরুপনে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে ছয় শতাধিক রোগী ছিল।
এ বিষয়ে জানতে কক্সবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধধায়ক ডা. রফিকুস সালেহীনের ব্যক্তিগত মোবাইলে বারবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৪৬ জন শনাক্ত
পরবর্তী নিবন্ধজাতির পিতা স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ৩০ জানুয়ারি