রোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপি এখন অতীব জরুরি

বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিভিন্ন ধরনের বাতব্যথা, প্যারালাইসিস, স্ট্রোকজনিত হ্যামিপ্লেজিয়া, বয়সজনিত ও হাড় ক্ষয়জনিত ব্যথা ও শারীরিকভাবে অক্ষম, জিবিএস, স্পাইনাল কর্ড ইনজুরি, আঘাত ও স্পোর্টস ইনজুরিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপি অতীব জরুরি। এসব রোগীদের জন্য অনেকক্ষেত্রে ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা হিসেবে বিবেচিত।

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে গতকাল শুক্রবার বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে এই দিবসটি উৎযাপন উপলক্ষে শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বন্দর নগরী চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালসহ ২০০টিরও অধিক ফিজিওথেরাপি সেন্টার রয়েছে। তবে সব মিলিয়ে ইন্টার্নশীপসহ পাঁচ বছর মেয়াদী ব্যচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি) ডিগ্রিধারি ফিজিওথেরাপিস্ট রয়েছেন কেবল ৩০ জন। তাই অনেক ফিজিওথেরাপি সেন্টারে ভুয়া ফিজিওথেরাপিস্ট দিয়ে চলছে অপচিকিৎসা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। বিপিএ চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক এবং চবি চিকিৎসা কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডা. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সেক্রেটারি দেব দুলাল ভৌমিক এবং গবেষক খনরঞ্জন রায়। অতিথি ছিলেন চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. বশির আহমেদ, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ গভর্নর ২০১৭১৮ পিপি মোহাম্মদ রেজাউল করিম, পিপি রাশেদুল আমিন, রোটারি ক্লাব অফ চিটাগং সাগরিকার প্রেসিডেন্ট মোহাম্মদ আজিজুল ইসলাম বাবুল, সিপিআরসি’র পরিচালক এম এ জলিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চাই উন্নত গবেষণা ও প্রযুক্তির সমন্বয়’
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় থাকলে সবাই নিরাপদে থাকেন