রোগীদের কল্যাণে কাজ করে যাবে কিডনি রোগী কল্যাণ সংস্থা

বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে ওয়াহিদ মালেক

| শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

কিডনি সচেতনতা ও আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে দরিদ্র কিডনি রোগীদের কল্যাণে কাজ করে যাবে কিডনি রোগী কল্যাণ সংস্থা। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে সমাবেশে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মরহুম সাংবাদিক জাহেদুল হক প্রতিষ্ঠিত সংস্থাটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। কিডনি রোগী কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক মো. হোসেনের পরিচালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, সংস্থার সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদ মালেক আরো বলেন, দেশে কিডনি রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি। সভায় বক্তারা বলেন, কিডনি মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ। কিডনি রোগের দুষ্প্রাপ্য, ব্যয়বহুল চিকিৎসায় ভুক্তভোগী এবং নির্মম বাস্তবতার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত হতদরিদ্র কিডনি রোগী ও ভুক্তভোগী পরিবারের বুকফাটা কান্না সরকার, সামর্থ্যবান ও মানবিক সমাজে ছড়িয়ে দিয়ে সর্বজনীন সহযোগিতা ও উদ্যোগের মাধ্যমে জীবন রক্ষার প্রয়োজন। অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, ক্রমবর্ধমান কিডনি রোগী ও মৃত্যুর হার কমাতে প্রয়োজন রাষ্ট্রের যথোপযুক্ত পদক্ষেপ ও মানবিক সমাজের সহযোগিতা। আক্রান্ত রোগীর সংখ্যা কমানোর জন্য স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই।

বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন কিডনি রোগী কল্যাণ সংস্থার সহসাধারণ সম্পাদক মো. আরিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আবু মূসা, প্রচার সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক মনি, কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর, স্বাস্থ্য সেবা ও রোগী কল্যাণ কোঅডিনেটর এম. এ মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম কামরুল ইসলাম, ঢাকা উপকমিটির সহপরিচালক মো. ইব্রাহীম, প্রবাসী উপ কমিটির সহপরিচালক সরোয়ার কামাল, জিয়াউল হাসান নিজাম ভুঁইয়া, মো. নুরুন নবী মিয়া, মো. নজরুল ইসলাম শুকরিয়া, হাফেজ আমান উল্লাহ দৌলত, মো. শাহেদ সহেল চৌধুরী, আহসান উদ্দীন সাদেক, মো. মোকামেল হক খান, মো. আমির হোসেন, শাহজান মির্জা, হামিম মিল্লাত, আখতার উদ্দিন মো. ফয়সাল, মো. আবদুল আলী, হৃদয় বড়ুয়া, ফিরোজ আহমেদ, এইচ এম হাশেম, মো. সাইফুল আজম ছোটন, মো. খোরশেদ আলম, মো. ওসমান, মো. জাহিদুল ইসলাম, সৈয়দ আমিনুল ইসলাম, ফাহিম ফয়সাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে গুঁড়িয়ে দেওয়া হল তিন ইটভাটা
পরবর্তী নিবন্ধফ্রান্স দলে ফিরলেন এমবাপে