বৈশ্বিক মূল্যস্ফীতি ও খাদ্যদ্রব্যের সরবরাহ ঘাটতির এই সঙ্কটকালে আগামী অর্থবছরের জন্য দায়িত্বপূর্ণ ও স্বচ্ছ একটি বাজেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। খবর বিডিনিউজের।
২০২২–২৩ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে গত বৃহস্পতিবার দেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেন তিনি। অর্থমন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতার আলোকে সবার পরামর্শের সংযোগ ঘটিয়ে সঙ্কট উত্তরণের পরিকল্পনা সাজানো হবে। অভিজ্ঞতাকে কাজে লাগাব। সবাই মিলে একসাথে কাজ করব। এবার যা দেখতে পেয়েছেন আগামীতে আরও স্ট্রংলি কাজ করব। আমাদের বাজেট হবে রেসপনসিবল, অ্যাকাউন্টেবল অ্যান্ড ট্রান্সপারেন্ট।
মুস্তফা কামাল বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে বাজেট তৈরি করি। সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। কাউকে পেছনে রেখে নয়। প্রান্তিক জনগোষ্ঠী, কৃষি, কর্মসংস্থা বৃদ্ধি এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ধারণাকে প্রাধান্য দিয়ে আসছি। যেসব পণ্য দেশে তৈরি হয়, সেগুলোর উপর ফিসক্যাল সাপোর্টটা স্ট্রংলি দেই, অনেকটা হাজি মুহম্মদ মুহসিনের মতো। আমরা চাই এখানে শিল্প কারখানা হোক, ছেলে মেয়েরা কাজ করুক। সেজন্যেই উদ্দীপনাগুলো দিয়ে আসছি।












