শীতকালে রেল লাইনের পাশে দোকানগুলোর কারণে মানুষের নানা ধরনের অসুবিধা, প্রাণের ঝুঁকি, এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব দেখা যায়। শীতের কুয়াশা এবং ঠাণ্ডা আবহাওয়া এই সমস্যাগুলোকে আরও প্রকট করে তোলে। রেললাইনের পাশে থাকা দোকানগুলোর কারণে পথচারীদের চলাচল করতে অসুবিধা হয়। দোকানগুলো রেললাইনের পাশের জায়গা দখল করে রাখায় মানুষ বাধ্য হয়ে রেললাইনের ওপর দিয়ে চলাচল করে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শীতকালে ঘন কুয়াশার কারণে ট্রেনের চালকরা এবং পথচারীরা সঠিকভাবে চারপাশ দেখতে পারে না। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। শীতের সময় দোকানপাটের আশপাশে মানুষের ভিড় বেশি হয়, কারণ লোকজন সেখানে শীত নিবারণের জন্য অবস্থান করে। এতে স্থান সংকুলান সমস্যা এবং দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। দোকানগুলোর অপরিচ্ছন্ন পরিবেশ আশপাশের এলাকার স্বাস্থ্যঝুঁকি বাড়ায় এবং শীতকালীন রোগের প্রকোপ বৃদ্ধি পায়। এই সমস্যাগুলো রোধে রেললাইন থেকে দোকানগুলো সরিয়ে নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা, কড়া আইন প্রয়োগ করা এবং জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। শীতকালে কুয়াশার সময় রেললাইনের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি নিশ্চিত করা হলে প্রাণহানি এবং পরিবেশগত ক্ষতি প্রতিরোধ করা সম্ভব।
রনি মুহুরী
শিক্ষার্থী,
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।