রেলের রানিং স্টাফদের ভাতা বাতিলের প্রজ্ঞাপন বাতিল, ধর্মঘট প্রত্যাহার

আজাদী অনলাইন | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ১:১২ অপরাহ্ণ

রেল চালকদের নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিল করার কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এর ফলে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রানিং স্টাফরা।

এর আগে, পুরোনো নিয়‌মে ভাতা ও পেনশন সু‌বিধা বহাল রাখার দা‌বি‌তে সারাদেশে ধর্মঘট পালন করে রানিং স্টাফরা। এতে বুধবার ভোর ৬টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল বন্ধ থাকায় সারাদেশে অচল অবস্থার সৃষ্টি হয়। কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভোর থেকে শত শত মানুষকে অপেক্ষা করতে দেখা যায়। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামসহ ৬ বিভাগে শিলাবৃষ্টির আভাস
পরবর্তী নিবন্ধমাঠ সংকট, জব্বারের বলী খেলা হচ্ছেনা এবারও