রেলের উপর মোনায়েম খানের প্রেতাত্মা ভর করেছে : সুজন

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রেলের উপর মোনায়েম খানের প্রেতাত্মা ভর করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সুজন বলেন, চট্টগ্রামের আদি বাসিন্দাদের জায়গা জমি এক সময় রেলওয়ের সম্প্রসারণ এবং উন্নয়নের জন্য নাম মাত্র মূল্যে হুকুম দখল করা হয়েছিল। কালের বিবর্তনে সে সব জায়গা জমিতে রেলওয়ের বহু স্থাপনা গড়ে উঠেছে। এসব ভূমি রেলওয়ের উন্নয়নের জন্য কাজে না লাগিয়ে বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক গ্রুপ কিংবা শিল্প গোষ্ঠীর কাছে নাম মাত্র মূল্যে লিজ প্রদান করা হচ্ছে যা ভূমি অধিগ্রহণ আইনের পরিপন্থী। লিজ প্রদান করতে গিয়ে তারা চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবির মতো অনিন্দ্যসুন্দর জায়গাটিও একটি বেসরকারি প্রতিষ্ঠানকে নামমাত্র মূল্যে লিজ প্রদান করেছে, যে সিআরবি ইতিমধ্যে চট্টগ্রামের জনগণের প্রাণের ঠিকানায় পরিণত হয়েছে। পহেলা বৈশাখ, বলী খেলা, বসন্ত উৎসবসহ বাঙালি সংস্কৃতির একটি বিরাট অংশ ঘিরে রয়েছে এই সিআরবি। আর সেই সিআরবির কণ্ঠকে রোধ করতে চায় পাকিস্তানি প্রেতাত্মারা। সিআরবির অভ্যন্তরে মুখোশ পরে বসে থাকা পাকিস্তানি প্রেতাত্মাদের মুখোশ উন্মোচন করা তাই আজ সময়ের দাবি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলাম সত্য ও শান্তির পক্ষে সবসময় আলোর দিশারী
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই প্রতিবন্ধীকে রিকশা দিল এমপি দিদার