নগরীর কোতোয়ালী থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো সুমন (২৪), রাসেল (২৬), মো. শরিফ হোসেন সুমন (২৫), তপন দত্ত (৩৭) ও এম রেজাউর রহমান (৩০)।
এ ব্যাপারে র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের চলাচলের স্থানে তারা ছিনতাই করে। চক্রটি পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়। তাদের কাছ থেকে দুটি ছুরি জব্দ করা হয়েছে। আটককৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রেলস্টেশনসহ নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল।