রেলস্টেশনে ১০ টিকিটসহ কালোবাজারি আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

রেলের দশটি টিকিটসহ ধরা পড়েছে কালোবাজারি চক্রের অন্যতম সদস্য মো. আরীয়ান হোসেন (২৩)। গত মঙ্গলবার রাতে অবৈধভাবে টিকিট বিক্রির সময় তাকে আটক করে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ছাড়ার আগে এক যাত্রীকে প্লাটফর্মে দাঁড়িয়ে ১০টি টিকিট বিক্রি করছিলেন কালোবাজারি আরীয়ান হোসেন।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম আজাদীকে বলেন, অনলাইনে নিজেদের ভোটার আইডি কার্ড ব্যবহার করে টিকিট কিনে তারা। এ অবৈধ কাজে ৩৪ জনের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট আছে।

তিনি আরও বলেন, অনলাইন টিকিট ফেরতের সময় একটি মোবাইল ম্যাসেজের ব্যবস্থা আছে। কিন্তু টিকিট ক্রয় করার সময় ম্যাসেজের ব্যবস্থা থাকলে টিকিট কালোবাজারি অনেকাংশে কমে যাবে।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে যানজটে আটকা গাড়িতেও হামলা
পরবর্তী নিবন্ধ৭ ইটভাটাকে ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা