নগরীর পাহাড়তলীর আমবাগান এলাকায় ট্রেনে কাটা পড়ে ২২ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকায় ট্রেন আসার শব্দ শুনতে না পারায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
গত রোববার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, রেললাইনে বসে ওই যুবক মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। সন্ধ্যা হওয়ায় ওই যুবক ট্রেন আসার বিষয়টি ট্রেন পাননি।
এসময় একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা আছে। পরিবারের খোঁজ পেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ।











