উড়তে গিয়ে রেললাইনের ওপর আছড়ে পড়ল বিমান। ট্রেন এসে সেই বিমান চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে তা থেকে আহত পাইলটকে বের করে আনতে সক্ষম হয় পুলিশ। এমন নাটকীয় ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। আর কয়েক মুহূর্ত দেরি হলেই প্রাণ যেতে বসেছিল ওই পাইলটের। ট্রেনের ধাক্কায় তার বিমান ভেঙে টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। খবর বিডিনিউজের।
নাটকের দৃশ্যের মতোই পাইলটকে উদ্ধারের ভিডিওটি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে দেখা গেছে, বিধ্বস্ত বিমান থেকে থেকে পাইলটকে বের করে আনার চেষ্টা করছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানটি কাছাকাছি একটি এলাকা থেকে উড্ডয়ন করার পরপরই বিধ্বস্ত হয়েছে। সেটি সোজা গিয়ে পড়ে ব্যস্ত একটি রেলওয়ে জংশনের ওপর। পাইলট আহত হয়ে বিমানের ভেতরেই আটকা পড়ে ছিলেন। ঠিক ওই সময় রেললাইনটিতে ছুটে আসছিল ট্রেন। তখনই পুলিশ সদস্যরা পাইলটকে বাঁচাতে ছুটে যান। ২১ বছর বয়সী এক মিউজিক কম্পোজার লুইজ জিমেনেজ পাইলটকে উদ্ধারের ঘটনাটির ভিডিও ধারণ করেছেন। লুইজ জানান, বিমান টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে গেছে এবং একটুর জন্য বিমানের একটি ভাঙা অংশের আঘাত থেকে তিনি রক্ষা পেয়েছেন। ওদিকে, বিমানের পাইলটকে বর্তমানে চিকিৎসাধীনে রাখা হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এ বিমান দুর্ঘটনায় ট্রেনের কোনও যাত্রী আহত হননি বলেও জানানো হয়েছে খবরে। অত্যন্ত দ্রুতগতিতে সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়ে পাইলটকে বাঁচানোর জন্য পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেছে লস এঞ্জেলেসের পুলিশ বিভাগ।