রেললাইনের পাশ থেকে দোকান ও ঘর উচ্ছেদ

পাহাড়তলী রেল ক্রসিং থেকে সিডিএ মার্কেট ক্রসিং

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ মে, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

রেলওয়ের পূর্বাঞ্চলের আওতাধীন পাহাড়তলী থানাধীন লেভেল ক্রসিং থেকে সিডিএ মার্কেট ক্রসিং পর্যন্ত অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান চলে দুপুর পর্যন্ত। রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় রেললাইনের উভয় পাশে অবৈধভাবে রেলের জায়গা দখল করে দোকানপাট ও বস্তি তৈরি করে বসবাসরতদের উচ্ছেদ করা হয়। স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে রেলের জমি অবৈধভাবে দখল করে দোকান ও বস্তি করে ভাড়া দিয়েছিল। রেললাইনের পাশ ঘেঁেষ গড়ে ওঠা এসব অবৈধ কাঁচাঘর ও দোকানগুলোর কারণে রেললাইনের ঝুঁকি বেড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ডিস ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধধর্মঘট, চট্টগ্রামে ৮ ঘণ্টা বন্ধ ছিল পেট্রোল পাম্প