চট্টগ্রামবাসী না চাইলে সিআরবিতে হাসপাতাল হবে না, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের এমন ঘোষণায় তাঁকে চট্টগ্রামের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন আমরা চট্টগ্রামবাসীর আহবায়ক, উপজেলা চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগের সভাপতি, উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। একইসাথে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। চট্টগ্রামবাসীর পক্ষ হয়ে মন্ত্রীর কাছে সিআরবির গুরুত্ব তুলে ধরায় তিনি বিশিষ্ট আইনজীবি, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ প্রতিনিধি দলকেও ধন্যবাদ জানান।
তিনি বলেন ‘মাননীয় মন্ত্রী চট্টগ্রামবাসীর ফুসফুস খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে চট্টগ্রামবাসীর মনের ব্যথা ও চোখের ভাষা বুঝতে পেরেছেন। এ জন্য তাঁকে অভিনন্দন, ধন্যবাদ।’ তিনি আরো বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। এর অংশ হিসেবে তিনি চট্টগ্রামে আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তাঁর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও ফুসফুস খ্যাত সিআরবিকে রক্ষা করে চট্টগ্রাম শহরে যানজটসহ নানা কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রস্তাবিত জায়গায় হাসপাতাল করলে চট্টগ্রামবাসী প্রধানমন্ত্রীর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে।’