রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন বিভাগীয় কমিটির অভিষেক

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. দিদার হোসেন বলেন, স্টেশন মাস্টারদের গ্রেড বিন্যাস বাস্তবায়ন ও বেতন বৈষম্য দূর করতে নিয়োগ বিধি/২০২০ সংশোধন জরুরি। এ ন্যায্য দাবি আদায়ে সকল স্টেশন মাস্টারকে অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসতে হবে।
গত শুক্রবার সন্ধ্যা ৭টায় জিইসি মোড়স্থ একটি হোটেলের হল রুমে অভিষেক অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিদ হোসেন খোকন। উপস্থিত ছিলেন রেলওয়ে কল্যাণ ট্রাস্টের পরিচালক জাহিদুল ইসলাম, রানিং স্টাফ ও কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ওমর ফারুক, কাজি আব্দুর রকিব, মারুফ হোসেন, সায়েফুদ্দিন বশর। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি জাফর উল্লাহ মজুমদার। এতে আরো বক্তব্য রাখেন, কার্যকরি সভাপতি এসএম ফকরুল আলম পারভেজ, সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া, সহ-সভাপতি আবু হানিফ, মোহাম্মদ হারুন, শফিকুল ইসলাম, মো. আবু তাহের, মো. মিজানুর রহমান, মো. আবু জাফর মজুমদার, মো. রশিদুল ইসলাম, মো. লোকমান খাঁন, মো. শরিফুল ইসলাম, মো. শামছুজ্জামান বাপ্পী, মো. মাঈনুদ্দিন মামুন, তন্ময় চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপসংস্কৃতি থেকে যুব সমাজকে আদর্শিক পথে ফেরাতে হবে
পরবর্তী নিবন্ধসরাইপাড়াতে সুধী সমাবেশ