রেলওয়ে শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

| সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

রেল কর্মচারীদের হয়রানিমূলক বদলি ও বেতনভাতা সময়মতো না পাওয়ার প্রতিবাদে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পাহাড়তলী ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ে গতকাল সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবিদুর রহমানের সাথে সাক্ষাৎ করে দাবিদাওয়া উপস্থাপন করা হয়। এসময় বিভাগীয় রেলওয়ে ম্যানেজার দাবিদাওয়া মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. লোকমান হোসেন, সহ সভাপতি শহীদুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোকুল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সাইমুম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শামীম শাহরিয়ার পাপ্পু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল আলম সাজ্জী, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলামসহ চট্টগ্রামস্থ শাখা সমুহের সভাপতিসম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকটি খুঁটি সরাতে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন রাঙামাটির হাজারো গ্রাহক
পরবর্তী নিবন্ধসিএনজি টেক্সিতে ভুলে রেখে যাওয়া ট্রলি ব্যাগ উদ্ধার