রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য সাময়িক বরখাস্ত

এদের মধ্যে ৩ জনকে আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৩:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেলস্টেশনে একটি ঘটনার জেরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৪ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর মধ্যে ৩ জনকে আটক করেছে র‌্যাব। গত বুধবার রাতে তাদের বরখাস্তের অফিস আদেশ হলে গতকাল বৃহস্পতিবার আদেশের কপি পূর্বাঞ্চলের সিআরবি সদর দপ্তরে আসলে তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান। তারা হলেন, সিপাহী মাইন হাসান রাকিব, লিটন চাকমা, হাবিলদার মো. রবিউল ইসলাম ও ইয়াসিন আরাফাত।
রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান আজাদীকে জানান, চট্টগ্রাম রেলস্টেশনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আরএনবির চারজন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব নিয়ে গেছে। এখন তাদের বিরুদ্ধে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে স্ত্রীর সামনে শিক্ষককে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধসরকারি কর্মচারী গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান হাইকোর্টে বাতিল