এসএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেয়ার মধ্য দিয়ে রেলওয়ে এম্পলয়িজ গার্লস হাই স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন স্টাডি সেন্টার হিসেবে যাত্রা শুরু করেছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় ‘ডাক দিয়ে যাই’ সংগঠনের উদ্যোগে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে এম্পলয়িজ গার্লস স্কুলের প্রধান শিক্ষক ও বাউবি সমন্বয়কারী মোহাম্মদ জাকের।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন। প্রধান আলোচক ছিলেন ডাক দিয়ে যাই’র চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেন। সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের ভিপি পারভেজ খানের পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সাদিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক মো. রাসেল, স্কুল শাখার শিক্ষক আমেনা শরমীন, মোহাম্মদ মজিবুল হক, হুমায়রা আক্তার, মঈনুদ্দিন মো. নুরুল ইসলাম, আসাদুল হক, মো. সোহেল খাঁন, মো. সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কাজল ইসলাম, টিটু, রুবেল, সাকিল, মাসুমা আক্তার প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ জাকের বলেন, বাউবি এসএসসি ২৫ ব্যাচ নিয়ে আমাদের বিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হল। এই যাত্রায় বাউবি শিক্ষার্থীদের একাডেমিক প্রয়োজনে স্কুলের সকল শিক্ষক সর্বদা পাশে থাকবেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জাকির হোসেন বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার শেষ আশ্রয়স্থল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তবে বাউবি মাস্টার্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র নিজ নিজ আঞ্চলিক কেন্দ্রের পরিবর্তে গাজীপুর করার সিদ্ধান্তে আমরা হতাশ। কারণ এটি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথে বাধা হিসেবে কাজ করবে।
প্রধান আলোচক ফরহাদ হোসেন বলেন, পাঁচ মৌলিক চাহিদার অন্যতম হল শিক্ষা। এটি অর্জনের পথে ‘ডাক দিয়ে যাই’ সংগঠন বাউবি শিক্ষার্থীদের সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
অনুষ্ঠানের পরিচালক পারভেজ খান তার বক্তব্যে বলেন, ডাক দিয়ে যাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের মধ্যকার যোগাযোগের অন্যতম সেতু হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের পাশে সর্বদা থাকবে এ সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি।