রেলওয়ের অধীন আগ্রাবাদ ডেবার দক্ষিণ পাড়ের বস্তিগুলো উচ্ছেদ করা হোক

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

অপরূপ সৌন্দর্য আগ্রাবাদ ডেবা। সম্পূর্ণ প্রাকৃতিক উৎসের পানি। বাংলাদেশ রেলওয়ের অধীন এ ডেবা আগ্রাবাদ এলাকার সৌন্দর্যকেই করেছে ম্লান। ডেবার অনতিদূরে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। আর এসব ভবনে রয়েছে বিভিন্ন কোম্পানির কার্যালয়। বিশেষ করে চট্টগ্রাম চেম্বারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এখানে প্রতিদিনই বিদেশি অতিথিদের আনাগোনা। অথচ এ চেম্বার ভবন থেকে দৃষ্টিনন্দন চট্টগ্রামের চেহারার একেবারেই কাছে চোখে পড়ে আগ্রাবাদ ডেবার দক্ষিণপাড়। একেবারেই ঘিঞ্জি পরিবেশ। যেখানে থেকে প্রতিদিনই চলছে ডেবার দূষণও। রেলওয়ের জায়গা দখলে নিয়ে গড়ে ওঠা এসব বস্তি উচ্ছেদ করে ডেবার পাড়টিকে দৃষ্টিনন্দন হিসাবে গড়ে তোলা যায়। অভিযোগ রয়েছে এ বস্তিতে চলে নানা ধরনের অপরাধমূলক কাজ। তা ছাড়া বস্তির ভাড়া থেকে সরকারের কোনো লাভও নেই।
তাই অনতিবিলম্বে আগ্রাবাদ ডেবার দক্ষিণ পাড়ের অবৈধ বস্তিগুলো উচ্ছেদ করা হোক।

জসীম সিদ্দিকী
গণমাধ্যমকর্মী।

পূর্ববর্তী নিবন্ধআঁদ্রে মালরো: মুক্তিসংগ্রামের এক সাহসী যোদ্ধা
পরবর্তী নিবন্ধএইতো জীবন