রেলওয়ে হারালো নওজোয়ানকে কে এম স্পোর্টিং-লাকী স্টার ড্র

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

সিজেকেএস সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগে তৃতীয় জয় পেয়েছে রেলওয়ে রেঞ্জার্স। অন্যদিকে পয়েন্ট ভাগ করে নেয় কে এম স্পোর্টিং ক্লাব এবং ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় অফিস দল বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ১০ গোলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে রেলওয়ের পক্ষে জয়সূচক গোলটি করেন ইকবাল। নওজোয়ান গোল করার মত উল্লেখযোগ্য কোন সুযোগ তৈরি করতে পারেনি। এ নিয়ে পর পর দুটি জয় পেল রেলওয়ে। মোট ৩টি জয়, এক পরাজয় এবং এক ড্রয়ে ৫ খেলায় তাদের পয়েন্ট ১০। নওজোয়ান প্রথম দুটি খেলায় জয় পেলেও পরপর তিনটি খেলায় পরাজিত হয়েছে। ৫ খেলায় তারা ৬ পয়েন্ট লাভ করেছে। গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সের মোহাম্মদ সাকিব। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম বাদশা ।

একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় কে এম স্পোর্টিং ক্লাব ও ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব ১১ গোলে করে। এতে করে পয়েন্ট নষ্ট করলো শিরোপা প্রত্যাশি কে এম স্পোর্টিং ক্লাব। ৫ খেলা শেষে তারা ১১ পয়েন্ট লাভ করে লিগ তালিকার শীর্ষে আছে। অপরদিকে ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব সমান খেলায় ৯ পয়েন্ট পেয়েছে। দুটি দলই লিগে এখনো অপরাজিত আছে। গতকাল এ খেলার প্রথমার্ধে শুরু থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকলেও কোন দল গোল করতে পারেনি। তবে এ অর্ধে কে এম স্পোর্টিং ক্লাব একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি। একই অবস্থা তাদের দ্বিতীয়ার্ধেও বহাল ছিল। তবে এ অর্ধে ৫ মিনিটে প্রথম সুযোগ পায় লাকী স্টার ক্লাব। ছোট বক্সে ফাঁকায় পেয়ে দিপু মারমা শট নেয়ার আগেই গোলরক্ষক অয়ন দলকে বিপদমুক্ত করেন। কিছু পরে কে এম স্পোর্টিং ক্লাবের আইয়ুবের জোরালো শট লাকী স্টার কিপার নিজ আয়ত্বে নেন। এ অর্ধের ২২ মিনিটেও নিশ্চিত গোলবঞ্চিত হয় কে এম স্পোর্টিং ক্লাব। এর খেসারত দিতে হয় ৩২ মিনিটে। উল্টো গোল হজম করে পিছিয়ে যেতে হয় কেএম স্পোর্টিং ক্লাবকে। ডানপ্রান্ত থেকে মাসুদের সেন্টার গোলমুখে পড়ে। সেখানে ফাঁকায় পেয়ে যান লাকী ক্লাবের জাহেদুল। তিনি বল জালে দিয়ে দলকে এগিয়ে রাখেন ()। এরপর আরো তৎপর হয়ে উঠে কেএম স্পোর্টিং। একের পর এক আক্রমনে ব্যতিব্যস্ত করে তোলে লাকী স্টারের রক্ষণভাগকে। তার ফল পায় তারা ইনজুরি সময়ে। ডানপ্রান্ত থেকে হাসানের নিখুঁত সেন্টারে মাথা ছুঁইয়ে বদলি সুমন দলকে সমতায় ফেরান ()। বাকি সময় আর কোন গোল না হলে পয়েন্ট ভাগ করেই মাঠ ত্যাগ করতে হয় দু’দলকে। গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কে এম স্পোর্টিং ক্লাব এর মোহাম্মদ সুমন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর জসিমুল হুদা। আজকের খেলা: বাকলিয়া একাদশ বনাম পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা (বিকাল ২.৪৫ টা)

পূর্ববর্তী নিবন্ধবনফুল ২য় বিভাগ ফুটবল লিগ ৭ ডিসেম্বর শুরু
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন ফেস্টে আরাফাত-মাওয়া চ্যাম্পিয়ন