রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির প্রতিবাদ সভা

| বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

রেয়াজুদ্দিন বাজারে গত সোমবার সন্ত্রাসী হামলার অভিযোগ এনে প্রতিবাদ সভা করেছে রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি। গতকাল অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ব্যবসায়ীরা বলেন, গত সোমবার রফিক উদ্দিন ছিদ্দিকী রোডে আনুমানিক রাত ৯ টা ২৫ মিনিটে সময় এক চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে ছুরি মারামারির ঘটনা ঘটেছে। এ সময় মার্কেটে আসা ক্রেতারা অতঙ্কিত হয়ে পড়েন। প্রতিবাদ সভায় ব্যবসায়ীর এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সমিতির সভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি ছালামত আলীর সভাপতিত্বে সভার সঞ্চালন করেন সাধারণ সম্পাদক মো আবুল কালাম। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের খুঁটি থেকে পড়ে বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসিএমপিতে তিন কর্মকর্তার রদবদল