নগরের রেয়াজুদ্দিন বাজার এলাকা থেকে জানে আলম নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম সাংবাদিকদের জানান, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জানে আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে।