নগরীর রেয়াজুদ্দিন বাজারের বুক সোসাইটি মার্কেটের চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানায় বুক সোসাইটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তৌহিদুল আলম। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। একইদিন নগরীর পতেঙ্গায় একটি কার্টনের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর সড়কের ডাটা ওয়েল নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে চারটি ইউনিট পতেঙ্গায় আগুন নির্বাপণে যোগ দিয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া রেয়াজুদ্দিন বাজারে ভবনে আগুন লাগার সাথে সাথে সেখানে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুক সোসাইটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তৌহিদুল আলম বলেন, সন্ধ্যা সাতটার দিকে হুট করে মার্কেটের চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।