পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আজ চট্টগ্রামের বৃহত্তম ফল মার্কেট ফলমন্ডিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
এ সময় মূল্য তালিকা না থাকা ও ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় সাফা মারওয়া ড্রাই ফ্রুটসকে ৫ হাজার এবং আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে আলী জেনারেল স্টোর নামক একটি দোকানে ২৮৫০ টাকায় খেজুর কিনে ৪১৫০ টাকায় খেজুর বিক্রয় করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
দুপুরের পর রেয়াজুদ্দিন বাজারের শেষ প্রান্তে অবস্থিত একটি কোল্ড স্টোরেজে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুদ পাওয়া যায়।
গত বছর আগস্ট-সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আমদানীকারক ও পাইকারি বিক্রেতা এসকল খেজুরগুলো মজুদ করেছেন। এ সময় অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত আগামী ৭ দিনের মধ্যে এসকল খেজুর বাজারে ছেড়ে দেয়ার নির্দেশ দেন।
অন্যথায় এসকল খেজুর জব্দ করে নিলামে বিক্রয় করা হবে বলে তিনি জানান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ কাদের এবং কোতোয়ালী থানা পুলিশের একটি দল।