রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া

| মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের উদ্যোগে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া গত বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় অনুষ্ঠিত হয়। মহড়া শেষে ড্যানিশ রেড ক্রসের পক্ষ থেকে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা কীট, স্ট্রেচার, ফায়ার এক্সটিংগুইসার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা চৌধুরী। উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের সিনিয়র ডিআরআর অফিসার মো. মনজুরুল ইসলাম, চট্টগ্রাম সিটি ইউনিটের ডিআরআর প্রজেক্ট অফিসার গাজী মোহাম্মদ ইফতেখার হোসেন ইমু, আগ্রাবাদ ফায়ার স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মো. মিরাজুল ইসলাম, বিদ্যালয়ের রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহেদা আকতার, সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ..ম তামজীদ, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলাম, যুব স্বেচ্ছাসেবক ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সাংগঠনিক প্রধান দীপ্ত ভট্টাচার্য্য। প্রধান অতিথি মহড়া আয়োজনের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানান ও দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের সফলতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে কৃষকদের মাঝে সবজির বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধমানবিক রাউজান বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান