রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সেবার মান বাড়াতে হবে : পেয়ারুল

| বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সেবার মান বৃদ্ধিসহ রক্তদান কেন্দ্রের সার্বিক বিষয় নিয়ে এক আলোচনা সভা জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সম্মেলন কক্ষে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল,ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের নব নিযুক্ত ইনচার্জ

ডা. মিছবাহ উদ্দিন, আশরাফ উদ দৌলা সুজন, মো.জসীম উদ্দীন প্রমুখ। সভাপতির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, রক্তদান কেন্দ্রের ডোনার ও রক্ত সংগ্রহকারীদের সেবার মান বৃদ্ধি করে ও ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের যে গৌরব তা ফিরিয়ে আনতে কাজ করতে হবে। তিনি রক্তদান কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা পালন ও সার্বিক উন্নতি সাধনে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহুমায়ূনের নাটক-সিনেমা অনুমতি ছাড়া প্রদর্শন বন্ধের দাবি শাওনের
পরবর্তী নিবন্ধস্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন তিন শিশুসাহিত্যিক