রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করছেন : মেয়র

| শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশের যেকোন ক্রান্তি লগ্নে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের সেবার ধর্ম নিয়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ডেঙ্গু প্রতিরোধে প্রথম থেকে সচেতন করার কার্যক্রম চলমান রেখেছে। আমাদের সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে এসে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট আয়োজনে ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সহযোগিতায় গতকাল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা লিফলেট বিতরণ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চসিকের ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান প্রমুখ। উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২০টি ওয়ার্ডে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করবে। এদিকে গতকাল সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাঁচ কর্মকর্তার অবসরজনিত বিদায় উপলক্ষে শুভেচ্ছা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে চসিক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, দক্ষ ও যোগ্য কর্মকর্তা একটি প্রতিষ্ঠানের চালিকা শক্তি। তাদের যোগ্য নেতৃত্বে অন্যরা সঠিক পথে পরিচালিত হয়। এতেই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। অবসর জনিত কারণে আমাদের দক্ষ পাঁচ কর্মকর্তাকে বিদায় জানাতে হচ্ছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার শেখ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাগণ চাকরিজীবনের স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন। পরে মেয়র তাদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণ সহ অন্যান্য কর্মকর্তাকর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীবাহী বাসে মালিকবিহীন সোয়া ৪ কেজি হেরোইন
পরবর্তী নিবন্ধউদালিয়া চা বাগানে টিলা কাটার সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু