রেড ক্রিসেন্টের মাস্ক বিতরণ

| শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের তত্ত্বাবধানে গতকাল শুক্রবার যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে নগরীর আন্দরকিল্লা শাহে জামে মসজিদ, আবদুল কাদের জিলানী জামে মসজিদ, ও আর নিজাম রোড আ/এ জামে মসজিদ, কাতালগঞ্জ বড় মসজিদ, দেবপাহাড় জামে মসজিদে নামাজ শুরু করার পূর্বে মসজিদে জীবাণুনাশক স্প্রে করণ এবং জুম’আর নামাজ আদায় করতে আসা মুসল্লীদের মসজিদে প্রবেশের পূর্বে মুসল্লীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার ছিটানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়। কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান গাজী ইফতেকার হোসেন ইমু, কার্যকরী পর্ষদ সদস্য তানভীর আহমেদ চৌধুরী মাহিন, ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, দীপ্ত বিশ্বাস সহ যুব সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা সংক্রমণে জীবন জীবিকার জন্য করণীয়
পরবর্তী নিবন্ধকর্মহীন দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ