রেড ক্রিসেন্টের দুর্যোগ প্রস্তুতি বিষয়ক অবহিতকরণ সভা

| মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের উদ্যোগে ড্যানিশ রেড ক্রসের অর্থায়নে গতকাল সোমবার দুর্যোগ প্রস্তুতি বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। চসিকের ১০টি ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে বহদ্দারহাটস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সিটি ইউনিটের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প অফিসার গাজী মোহাম্মদ ইফতেখার হোসেন ইমু।

সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরি পর্ষদ সদস্য মোশরাফুল হক চৌধুরী পাভেল, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের প্রোগ্রাম ম্যানেজার মো. সাইদুল ইসলাম, দুর্যোগ ঝুঁকি হ্রাস অফিসার মো. মনজুরুল ইসলাম, দীপ্ত ভট্টাচার্য্য, মো. রকিবুল ইসলাম, তন্ময় বড়ুয়া, হোসাইন মো. আছির হামিমসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

অনুষ্ঠানে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক স্থায়ী আদেশাবলী অনুযায়ী ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরামুতে ২ কোটি ৯০ লাখ টাকার আইস নিয়ে মাদক কারবারি আটক
পরবর্তী নিবন্ধবিশুদ্ধ আত্মা ও কর্মের পরিশুদ্ধিতার জন্য শরিয়ত-তরিক্বত চর্চা জরুরি