রেডি হয়ে বের হওয়ার সময় দেখে দরজা আটকা

ভবনে আটকে পড়া দুই কিশোরকে উদ্ধার

আজাদী প্রাতবেদন | সোমবার , ৫ মে, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানার ঘাটফরহাদবেগ এলাকায় একটি ভবনে আটকে পড়া দুই কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল রোববার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আটকে পড়া কিশোর দীপংকর দাশ আজাদীকে বলেন, মা অফিসে গেছেন। ভাইয়া বাইরে ছিল। কোচিংয়ে যাওয়ার জন্য আমার বন্ধু ডাকতে আসে। এরপর রেডি হয়ে বের হওয়ার সময় দেখি দরজা আটকে গেছে। পরে ৯৯৯এ কল দিই। এরপর ফায়ার সার্ভিস এসে দরজা খোলে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে লরি চাপায় মুয়াজ্জিনের মৃত্যু
পরবর্তী নিবন্ধহালদায় ভেসে উঠল মরা মা মাছ