নগরীর পোর্টকানেকটিং (পিসি) রোডে নির্মিত রূপায়ণ সেঞ্চুরি ল্যানডেড ৫ দিনব্যাপী ‘রূপায়ণ আবাসন মেলা’ গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। আবাসন মেলার উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।
মেলা উপলক্ষে রূপায়ণ সেঞ্চুরি ল্যানডেডসহ রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের সকল আবাসন প্রকল্পে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। এই ছাড়ের সুযোগ গ্রহণ করে ঢাকা ও চট্টগ্রামের প্রাইম লোকেশনে নির্মিত আবাসন প্রকল্পগুলো থেকে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত আবাসিক ও কমার্শিয়াল এ্যাপার্টমেন্ট কিনতে পারবেন ক্রেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদ মালেক বলেন, রূপায়ণ হাউজিং এস্টেট রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নান্দনিক অ্যাপার্টমেন্ট নির্মাণ করে দেশের আবাসন খাতকে সমৃদ্ধ করেছে। তারই একটি এই রূপায়ন সেঞ্চুরি ল্যানডেড। পিসি রোডের খান বাড়ি মোড় এলাকায় সকল সুযোগ সুবিধা সম্বলিত ১৪ তলা এই রূপায়ন সেঞ্চুরি ল্যানডেড সবধরনের নিয়মকানুন মেনে নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড চট্টগ্রাম অফিসের হেড অব ব্রাঞ্চ মনিরুজ্জামান শাকিল, চট্টগ্রাম অফিসের সিনিয়র ম্যানেজার মো. খুরশীদ আলম, ম্যানেজার (বিক্রয়) মো. রাশেদুল আলম তালুকদার, রূপায়ণ গ্রুপের মিডিয়া ডিপার্টমেন্টর আবদুল করিম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায়, মূল পিসি রোড থেকে ৪ ফুট উঁচু করে নির্মিত দুটি বেজমেন্টসহ ১৪ তলার এ ভবনে রয়েছে বাণিজ্যিক স্পেস ও আবাসিক অ্যাপার্টমেন্ট। সর্বনিম্ন ১১২৫ বর্গফুট থেকে ১৬৬০ বর্গফুটের অ্যাপার্টমেন্টের পাশাপাশি রয়েছে ৭৫ বর্গফুট থেকে ১৭৪৫ বর্গফুটের দোকান, শো-রুম ও অফিস স্পেসও। ভবনে অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সুপরিসর গাড়ি পার্কিং, আলাদাভাবে প্যাসেঞ্জার ও কার্গো লিফটসহ রয়েছে নানা আধুনিক-অত্যাধুনিক সুযোগ-সুবিধা। প্রতিদিন সকাল দশটা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রেস বিজ্ঞপ্তি।