নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে গতকাল শুক্রবার শুরু হয়েছে প্রি রামাদান এক্সিবিশন। আধুনিক মানুষ মানে ফ্যাশন সচেতন। তাই নিত্য নতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফস্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন। পোশাক, জুয়েলারি, জুতা থেকে শুরু করে নানা আয়োজন রয়েছে এ মেলাতে। এই মেলায় অংশ নিচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৮০ জনেরও বেশি উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট। মেলা উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সেলিম, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মেয়রের একান্ত সচিব জিয়াউর রহমান জিয়া। আয়োজক এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ জানান, চট্টগ্রামে ঈদ মানে নানা আয়োজন। আর কর্মব্যস্ত জীবনে ঈদের কেনাকাটা করা অনেকের জন্য চ্যালেঞ্জিং। এছাড়া নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নানামুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। নারীরা এখন অনলাইন প্লাটফর্মে ব্যবসা করে দেশের অর্থনীতিকে বৃহৎ আকারে ভূমিকা রেখেছে। চট্টগ্রামের জনগণ প্রি রামাদান এক্সিবিশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আশা করা যায় তাঁদের প্রত্যাশা পূরণ হবে।
এছাড়া এই প্রদর্শনী গ্রাহক তৈরিতে সহায়ক হবে। এসকল উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম ব্রডকাস্ট পার্টনার সার্কেল এবং মিডিয়া পার্টনার দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড। এই এক্সিবিশন সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে। সকলের জন্য উন্মুক্ত। চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।