রেজিস্ট্রেশন বিভাগের ভাবমূর্তি রক্ষায় নকলনবীশদের ভূমিকা অপরিসীম

কর্মশালায় জেলা রেজিস্ট্রার মিশন চাকমা

| মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

জেলা রেজিস্ট্রার মিশন চাকমা বলেছেন, রেজিষ্ট্রেশন বিভাগ সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই সেক্টরের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আহরন করছে সরকার। জনবান্ধব রেজিষ্ট্রেশন বিভাগের ভাবমূর্তি রক্ষায় নকলনবীশদের ভূমিকা অপরিসীম। তাই নকল নবিশীদের আন্তরিকতা এবং দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। তিনি গতকাল সোমবার কোর্টহিলস্থ চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্সে নকলনবীশ শেডে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সদর রেকর্ড রুমের স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও তল্লাশ কাজে নিয়োজিত দলিল লেখকগণের ‘পেশাগত দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সেবার মান বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সদর রেকর্ড রুম সাব রেজিষ্ট্রার মো. আজাহার আলী খান। নকলনবীশ এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সদর সাব রেজিষ্ট্রার সঞ্জয় কুমার আচার্য্য, চান্দগাঁও সাব রেজিষ্ট্রার মু. মামুনুল ইসলাম। বক্তব্য রাখেন অঞ্জনা সেন, নাসিমা আক্তার, মোহাম্মদ হোছাইন, প্রশান্ত কুমার সরকার, মোহাম্মদ জামাল উদ্দিন, নুরুনবী, মো. মুজিবর রহমান প্রমুখ। সভাপতির বক্তব্যে মো. আজাহার আলী খান বলেন. নকলনবীশগণ অত্যন্ত স্বচ্ছতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেজিস্ট্রেশন এমপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসামাজিক দায়িত্ব পালনে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে