রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

| শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৬ পূর্বাহ্ণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে “অপরাজেয় বাংলাদেশ শেল্টার হোম” চট্টগ্রামে অভিভাবকহীন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে লায়ন আলহাজ্জ্ব আব্দুল মন্নানের সভাপতিত্বে ও জিনাত আরা বেগমের সঞ্চালনায় বৃহস্পতিবার অপরাজেয় বাংলাদেশ শেল্টার হোম হল রুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদুল আনোয়ার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোঃ জাহেদুল করিম বাপ্পী সিকদার।

প্রধান অতিথি মাহবুবুল হক সমুন বলেন, শিশুমানে ভালোবাসা আদর, মমতা। সব মানুষ নামের অমানুষের অপকর্মে ধ্বংস হচ্ছে বিশ্ব মানবতা ধ্বংস হচ্ছে সমাজ। যার ফলে তাদের অপকর্মে জন্মের পর পরই এইসব শিশুরা তাদের পিতৃ পরিচয় জানে না। তারা হারায় তাদের ঠিকানা, জানে না তারা তাদের ভবিষৎ গন্তব্য। এতে আরো বক্তব্য রাখেন কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা, রাজিব হাসান রাজীব, শাহনেওয়াজ রাজীব, আফগানি বাবু, সুমন গুহ, রাহুল, রোকন শাহ, বাপ্পি দাশ, ইরশাদুল আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর চাপড়া রাধামাধব মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব
পরবর্তী নিবন্ধহাজী ইউনুচ স্মৃতি সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা