আগামী ১২ অক্টোবর সোমবার ইমামে আহলে সুন্নাত মোজাদ্দেদে জমান আলা হযরত আহমদ রেযা খান ফাযেলে ব্রেলভী (র:) এর ১০২তম বার্ষিক ওরশ । এ উপলক্ষে দক্ষিণ হালিশহর নিউমুরিং রেজভীয়া দরবার শরীফে ওরশে আলা হযরত অনুষ্ঠিত হবে। তবে করোনা মহামারীর কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ওরশ মাহফিলের কর্মসূচি পালিত হবে। আনজুমানে আশেকানে আলা হযরতের ব্যবস্থাপনায় অনুষ্ঠাতব্য মাহফিলে দিনব্যাপী মাহফিলের কর্মসূচিতে রয়েছে খতমে কোরান, খতমে গাউছিয়া, বাদ মাগরিব ফাতেহা ও তবরুক বিতরণ। ওরশ মাহফিল সফল করার জন্য গতকাল দরবার শরীফে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বার্ষিক ওরশ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ভক্ত-অনুরাগীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।