এদেশের সংগীতে জনপ্রিয় এক নাম নকীব খান। দীর্ঘদিন ধরে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন বহু কালজয়ী গানের মাধ্যমে। তবে কখনোই তাকে সিনেমার গানে দেখা যায়নি। ভক্ত-শ্রোতাদের সেই আক্ষেপ ঘুচিয়ে সমপ্রতি কৌশিক শংকর দাশ পরিচালিত ‘পাঞ্চ’ সিনমোর গানে সুরারোপ করলেন নকীব খান। তার সুর করা প্রথম গানে কণ্ঠ দিয়েছেন বহু গানের নন্দিত শিল্পী সামিনা চৌধুরী। এবার গাইলেন নতুন প্রজন্মের দুই শিল্পী নন্দিতা এবং রিতুরাজ। নকীব খানের সুরে এবং শহীদ মাহমুদ জংগীর কথায় রোমান্টিক এই গানের প্রথম দুইটি লাইন -‘তুমি কাছে এলে একমুঠো রোদ্দুর খেলে, তুমি ভালবাসি বললে চারিদিক হয় ঝলমলে। সিনেমায় এই গানে ঠোঁট মেলাবেন নিলয় আলমগীর এবং মেঘলা মুক্তা। পরিচালক কৌশিক আশা প্রকাশ করে বলেন, আগামী মার্চের মাঝামাঝি থেকে আবার শুটিং শুরু করবো সিনেমার। গত বছর মার্চ মাসে ৮ দিন শুটিং করার পর করোনা মহামারির কারণে থেমে যেতে হয়েছিলো। সবকিছু গুছিয়ে আবারও প্রস্তুতি নিয়েছি। জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে ‘পাঞ্চ’ সিনেমার সংলাপ ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পরিচালক কৌশিক শংকর দাশ ও মোমিনুল হক।