দক্ষিণ নালাপাড়া দুর্গোৎসব উদযাপন পরিষদ, চট্টলা সর্বজনীন শ্যামাপূজা উদযাপন পরিষদ ও দক্ষিণ নালাপাড়া মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা, সমাজহিতৈষী রূপায়ন লালা (৭০) পরলোকগমন করেছেন। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে নগরীর একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ বৃহস্পতিবার সকালে নগরীর অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে।
তাঁর মৃত্যুতে দক্ষিণ নালাপাড়া সনাতনী সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন, সাধারণ সম্পাদক পংকজ বৈদ্য সুজন, দক্ষিণ নালাপাড়া মন্দির পরিচালনা পরিষদ, সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ, চট্টলা শ্যামাপূজা উদযাপন পরিষদ, সমাজকল্যাণ পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












