রূপনা-মনিকা-মারিয়াদের নিয়ে এশিয়ান কাপের বাছাইয়ের দল

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

আসছে জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপের বাছাই সামনে রেখে দল চূড়ান্ত করেছে কোচ পিটার জেমস বাটলার। ‘বিদ্রোহ’ অবসানের পর দলের বাইরে থাকা মনিকা চাকমা, মারিয়া মান্দা, রূপনা চাকমাসহ ৯ জনকে স্কোয়াডে ঠাঁই দিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ। আগামী ৩১ মে ও ৩ জুন জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ দল : রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাগরিকা, মেঘলা রানী রায়, কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, হালিমা আক্তার, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, মোছাম্মাৎ সুলতানা, সুরভি আকন্দ প্রীতি, নবিরুন খাতুন, ফেরদৌসী আক্তার সোনালী, উমহেলা মারমা ও শান্তি মার্দি।

পূর্ববর্তী নিবন্ধকাজেম আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা ফুটবল লিগের ফাইনালে মির্জাপুর মিতালী