ছয় ম্যাচে দুই দলের পয়েন্ট সমান দশ দু’দলই হেরেছে একটি করে ম্যাচ। গতকালের ম্যাচটি ছিল পয়েন্ট তালিকায় উপরে উঠে যাওয়ার। তাছাড়া ম্যাচটা ছিল দেশের দুই সেরা তারকা সাকিব এবং মাশরাফির দলেরও। সে লড়াইয়ে শেষ ওভারের রোমাঞ্চে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স তুলে নিল ষষ্ঠ জয়টি। আগের ম্যাচে হারের পর আবার জয়ের ধারায় সিলেট। অপরদিকে টানা পাঁচ ম্যাচের জেতা সাকিবের বরিশাল আবার হেরে গেল। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিামে অনুষ্ঠিত ম্যাচে পয়েন্ট বরিশালকে ২ রানে হারিয়েছে সিলেট। শেষ ওভারে বরিশালের দরকার ছিল ১৫ রান। দুর্দান্ত বোলিং করা রেজাউর রহমান রাজার করা প্রথম বলটি ছিল ওয়াইড। পরের বলে আউট করেন ইফতিখার আহমেদকে। দ্বিতীয় বলে রানআউট মেহেদি হাসান মিরাজ। তৃতীয় বলে দেন এক রান। শেষ তিন বলে দরকার ১৩ রান। চতুর্থ বলটি ছিল ডট। পঞ্চম বলে মোহাম্মদ ওয়াসিম ছক্কা মারেন। শেষ বলে ছক্কা হলে ম্যাচ টাই। তবে শেষ বল থেকে আসে ৪ রান। আর তাতেই শেষ হাসি হাসে সিলেটই। মাশরাফির সিলেটের পয়েন্ট এখন ১২। দুইয়ে থাকা সাকিবের বরিশালের পয়েন্ট ১০। টসে হেরে ব্যাট করতে নামা সিলেট ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে। গোল্ডেন ডাকে ফিরেন জাকির হাসান এবং মুশফিকুর রহিম। ইনজুরি কাটিয়ে তৌহিদ হৃদয় দলে ফিরলেও ছন্দে ফিরতে পারেননি। মাত্র ৪ রান করে আউট হয়ে যান। এরপরই জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত এবং ইংলিশ ব্যাটার টম মুরস। দু’জন মিলে ৮১ রানের জুটি গড়েন। ৩০ বলে ৪০ রান করে সাকিব আল হাসানের বলে আউট হন মুরস। এরপর থিসারা পেরেরার সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন শান্ত। পেরেরা ১৬ বলে করেন ২১ রান। ইমাদ ওয়াসিম ৫ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। তবে ৬৬ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন শান্ত। তিনি ১১টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কা মারেন। আর তাতে সিলেটের স্কোর দাঁড়ায় ১৭৩ রান। বরিশালের পক্ষে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুন শুরু করেন সাইফ হাসান। ১৯ বলে ৪টি ছক্কায় ৩১ রান করে ফিরেন এই ওপেনার। এনামুল বিজয়ও সুবিধা করতে পারেননি। আউট হয়েছেন মাত্র ৩ রানে। তবে সাকিব আল হাসান আর ইব্রাহিম জাদরান ৩৯ বলে ৬১ রানের জুটি গড়ে ম্যাচটাকে হাতে নিয়ে এসেছিলেন। ১৪তম ওভারে রেজাউর রহমান রাজা পাল্টে দেন হিসাব। ৩৭ বলে ৪২ করা ইব্রাহিম জাদরান আর ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ করা সাকিবকে বোল্ড করে ফেরান রাজা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বরিশাল। ইফতিখার আহমেদ ১৩ বলে ১৭ আর করিম জানাত ১২ বলে ২১ করলেও শেষ রক্ষা করতে পারেনি বরিশাল। সিলেটের পক্ষে রাজা নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির এবং তানজিম সাকিব।