রুশ তেল কেনায় চীনের ওপরও বাড়তি শুল্ক বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

| শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে গেলে ভারতের মতো এবার চীনের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হতে পারে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।

পরিস্থিতি কি হয় তার ওপর নির্ভর করে তিনি চীনের ওপর আরও শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন। এর আগে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে জরিমানা হিসাবে ভারতীয় পণ্যের ওপর বাড়তি ২৫ শতাংশ নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে সামনে আরও সেকেন্ডারি শুল্ক আরোপের ঘোষণা দেবেন বলে মনে করছেন জানিয়ে ট্রাম্প বলেন, এটা হতে পারে। আমি এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। আমরা এটি করেছি ভারতের ক্ষেত্রে, সম্ভবত আমরা আরও কয়েকটি দেশের ওপর তা করতে চলেছি। এর একটি হতে পারে চীন। এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি ট্রাম্প। এর আগে বুধবার ভারতীয় পণ্যের ওপর বিদ্যমান ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। দুয়ে মিলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ। ভারত ছাড়াও রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা দেশ চীন।

তবে বুধবার হোয়াইট হাউজ থেকে দেওয়া আদেশে চীন নাম উল্লেখ ছিল না। তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনকে সতর্ক করে বলেছিলেন, রাশিয়ার তেল কেনা চালিয়ে গেলে তারাও যুক্তরাষ্ট্রের শুল্কের মুখে পড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধকখনোই আপস করব না, ট্রাম্প শুল্ক আরোপের পর মোদীর বার্তা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার